অনেকদিন থেকেই চাইছি প্রহর প্রহরী হোক
হাত-পা, নাক-মুখ-চোখে শিকল বেড়ি পরিয়ে দিক
সমস্ত উদ্ভ্রান্ত শহর ভেঙে গুড়িয়ে দিক
মাঝে মাঝে কামুক চৈতের চোখ উপড়ে নিক!


আসলে হতচ্ছাড়া আমি...
মুখ গহ্বর থেকে ঠোঁট, দু'একটি কদাকার ছেঁড়ানোট
এই আমার সীমা... এই আমার পরিসীমা
তবুও খুউব ইচ্ছে হয়, ছবক নিই কাব্যবীমা...!!