একটা বাজ আজ সামনে দিয়ে হেঁটে গেলো
সন্ধি অথবা দুরভিসন্ধি......
পোয়াতি মেঘ যেভাবে হাঁটে ঠিক সেভাবে
খোলসের ভেতর থেকেও শামুক যেভাবে ফোঁস
করে উঠে ঠিক সেভাবে!


আমি জানি, ভেতরে ভেতরে সে কাল অথবা
কংকাল....উঠতি কাঁচামরিচের মতোন ঝাল
আর বাহিরটা তো আরও নান্দনিক  
ঠিক যেন ভরা যৌবনের মাকালের মতো লাল!


কেউ কেউ হয়ত বলবেন, এসব কেবলই -----
নিছক কিছু কাব্য কথা
অথবা ঘরের এক কোণে অযত্নে পড়ে থাকা
ময়লার মতোন মনের কিছু দলিত গোপন ব্যথা;
হতে পারে...আবার নাও হতে পারে
আমি স্বীকার যেমন করছি না, তেমনি
অস্বীকারও করার মতো ধৃষ্টতাও দেখাচ্ছি না!
কেবল মনে মনে বলি, কাল হউক অথবা কংকাল
ডাঙায় কোনোদিন জন্মে না শৈবাল.. প্রবাল!!


-----------------------------------------