ইদানিং কাশেদের আড্ডা থেকে একটি  নবজাতক
খুশবাই  আসে.....
বাধর্ক্যজনিত  খুঁড়িয়ে চলা চেনা বাতাসে ভেসে ভেসে...
তিব্বত থেকে আমদানি করা কস্তুরী আর
লবংগ দানার মতো
সুবাসিত সেই সে আদর...
আসন্ন শীতে সেই হোক আমার কুঁড়েঘরের
একমাত্র চাদর!!


অথচ....
কতো বস্তা বস্তা সময় বন্দি করে রেখেছিলাম
সন্ধি হয়নি
তদুপরি আমি ডানে হাঁটলে চাঁদ বামে হাঁটে
আমি মাটির কোলে থাকলে চাঁদ থাকে খাটে....
তবুও....
আমি পলায়ন উদ্যত শরতের কথা ভাবি না
আগত শীতের কোনোরকম আঞ্জাম দেওয়ার
কথা ভাবি!