কারো কারো আকাশ মাছির মাথার মতোন ছোটো হয়
এই যেমন আমি...
অনুদার
কৃপণ
পাষাণ
ভীষণ, বিভীষণ....
এমনকি ঘাতক অথবা বিশ্বাসঘাতক বললেও
মাথামোটা কিছু হবে না!


আমি জানি, আমার এসব কথার মাথামুণ্ডু নেই
এরা শীতলপাটির মতোন...
একহারা গড়নের কেঁচোর মতোন গোটাটাই লেজ
তবুও কাঁটা আর পা-চাটারা সমাজের সাথে আপোষ
করে করে চিরকালই থাকে সবুজ-সতেজ!


আমি কোনো আনন্দ বাজারের কথা বলছি না
এত্তো সৎ সাহস আমার মতোন বুজদিলের কই?
কেঁচো খুঁজতে সাপ বেরিয়েছে এও নয় নতুন খবর
জল আর জাল যে চিনতে পারে না সে কিসের ধীবর?