গতকাল একটি আটকোরা কবিতার সাথে হেঁটেছি
আজ আবার কবিতার বাড়ি যাচ্ছি..... অচেনা!
যদিও আমি ভুলে গেছি সন, মাস এবং তারিখ;
তবে কি... উটকো পথই আমার আসল ঠিকানা....?


সে এখন এই গ্রহের সবচেয়ে দামি বেলোয়ারি চুড়ি
আমি পথে হাঁটতে হাঁটতে দেখি
রাজপথ গোগ্রাসে গিলে খায় মজাদার ঝালমুড়ি!!


আমি ভালোবাসা হাতির ঝিলে কবর দিয়ে রাখি
দু'হাত পকেটে পুরে সাত আসমান দিয়ে মুখ ঢাকি!


তবুও বারংবার কবিতার মতো রাস্তার ট্র্যাক বদল করি
কিছু শব্দ এবং কিছু নৈঋত নৈঃশব্দ্যের হাতে পায়ে ধরি
তারা সবাই সন্ধ্যা তারার মতো ব্যস্ততা দেখায়
আমিও নাছোড়বান্দা, থাকি আশায় আশায়!!


তবুও.....
দিবারাত্রির হ্রাসবৃদ্ধির গণকবর দেখে আঁৎকে উঠি
অবাক সূর্যোদয় রোজ চেপে ধরে আমার চুলের মুঠি!