কিম্বার্লির ডায়মন্ড খনি থেকে যাদের সযত্নে  তুলে এনেছিলাম
এতোদিন পর আজ বুঝতে নাকাল হলাম........
তারা কেউ সার্থক গল্প কিংবা  -----নয়, তারা কেউ ভালোবাসার
ডাংগুলি নয়!
দ্বিভাজিত চোখে, ওরা এখন আমার দিকে উড়ন্ত ধূলির
মতো সকরুণ তাকিয়ে রয়
কুনোব্যাঙের মতো ফিসফিসিয়ে বাঁকানো কথা কয়!


তবুও আমি ইদানিং তন্ত্র এবং মন্ত্রের কথা ভাবি
ছোটবাবুদের ব্যাঙলাফ অথবা দড়িলাফের মতো দৌড়াদৌড়ির কথা ভাবি
মাঝেমাঝে ইচ্ছে হয় দুই, এক কলম টুকিটাকি লিখি
টায়ার আর ফায়ার সম্মুখে এসে পথ আগলে দাঁড়ায়
অনুগত ঘুড়ির মতো আমিও তখন লাটাই এর দিকে পালাই!


তবুও হৃদপিণ্ডের ধুঁকধুঁক শব্দের আক্ষরিক অনুবাদ হয়...
সেখানে বিস্মিত বিষন্নতা ছাড়া আর কিছু নেই, আর
কিছু নেই!
আমি আমার ভালোবাসা নগদ অথবা বাকিতে পানির
দামে বিক্রির কথা ভাবি!
তবুও.. …..
আমার ব্যস্ত শহরে প্রহর ছাড়া এসবের কোন মূল্য নেই,
কোনো মূল্য নেই!!