এখন আমি যেখানে আছি সেখানে.....
রাতের আগে রাত হয়
ঝিঁঝি পোকারা রাতের সাথে কথা কয়
জোনাকির সাথে তারাদের পাল্লা হয়!


এখানে বেশ থাকা যায় ডাহুক দিন
ঝিরঝির বাতাসে শোধ করা যায় অনাগত
কালের ঋণ!
মুফতে দোয়েলের গান শোনা যায়
বাউলের একতারা তাও...
ইচ্ছে হলেই দেওয়া যায় পানকৌড়ি ডুব
শাপলা, শালুক ফাউ!


তবুও এখন এখানে কেউ থাকতে চায় না
সবার চাওয়া নাগরিক জীবন, যেখানে..
উড়ন্ত ধূলিকণা কথা বলে
কথা বলে প্রেমহীন গতরে গতর
বলতে পারো, তবুও কেন সেই জীবনের
এতোটা বেশি কদর..........???