নদীর ধারে ছোট্ট খোকা
ভাবছে বসে মনে
দিনের পরেই রাত সাজে
ঘুরছে কার সনে!


আকাশ জুড়ে সাদা মেঘ
কেমন করে ওড়ে
এদেশ থেকে ওদেশ ভাই
হাওয়ায় চড়ে ঘুরে।


কত না পাখি, ফুল ফুটে
হাসে কত নদ-নদী
খোকাবাবু ভাবছে শুধুই
মেঘটি  হতাম যদি!


ওড়ে যেতাম দূর দিগন্তে
কত সাগর পাহাড়
দুনিয়া জুড়ে সব প্রাণিদের
কে জোগায় আহার?


নিশ্চয়ই আছেন সৃষ্টিকর্তা
সবার মালিক যিনি
তাঁর দয়াতেই আমরা সবাই
হুকুম করেন তিনি।।
--------------------