বাদামের খোসা ছাড়াতে ছাড়াতে একদিন মনে হয়েছিলো..শব্দের কলংক ঘুচাতে পারলেই আমিও পৌঁছে যাবো প্রেমনগর;
আর কিছু না হোক, না হোক...নিদেনপক্ষে শব্দের কারিগর..!!


তখন আমার নেহায়েৎ সাপুড়ে বেলা
আঙুলের খাঁজে খাঁজে আঙুল খেলা!


কে জানতো.. ওসব তন্তর-মন্তর আসলে কিছুই না
বিষের পর বিষ কেবলই তাতিয়ে দেয় বেদনার পর
বেদনা; অতঃপর সারাজীবন ভর কেবলই ইশ আর ইশ...কোন কুলে শ্যাম রাখি আর কোন কুলে রাখি
বিষ?
তবুও বলি.... জীবন এক বিশাল অদ্ভুত নোঙরখানা
কখনও আটকপালে আবার কখনও আহলাদে আটখানা!!


এরপরে আর তেমন কোনো কথা থাকতে নেই..বাড়ছে
আরও বাড়ুক বেদনার দেনা; এখনও ভাবছি বাদামের
বদলে...  হোক না এবার বাদামের খোসা কেনা!!