আসলে এটাই জীবন যখন যেমন.. তেমন
এই যে সবকিছু এখন মৃতপ্রায় নদীর মতোন
তবুও কি থেমে আছে কোনোকিছু?
নাকি শার্দুল, শ্বাপদেরা ছেড়ে গেছে পিছু?


যেখানে বন্দি আর প্রতিবন্ধী গোটা পৃথিবী
তবুও ক'জনের স্বভাব হয়েছে পগারপার?
যে গিরগিটি বারংবার রঙ বদল করে
সে কি দিয়েছে নিয়তির কাছে কিছুটা ছাড়?
কিছু মানুষ কলুর বলদ, কিছু গভীর জলের মাছ
আর কিছু সারাজীবনই গোপাল ভাঁড়!


তবুও টেনেটুনে সার বাঁধে উপায়-উপকরণ
দিনান্তে কারো কৃষ্ণপক্ষ আর কারো শুক্লপক্ষ
যে নিথর পড়ে থাকে কালান্তরে তিথিডোর
তার আর কিছু না থাকুক, আছে উন্মুক্ত বক্ষ    
তার কাছে সবকিছু সবসময় একই অক্ষ!