সেই যে কবে দোয়েল পাখির গান শুনেছিলাম..
যেন ধবধবে ঝকঝকে শাদা কাগজে মুদ্রিত বই
এরপর থেকে কেন জানি আর ডাহুক ডাকে না....
প্রজাপতিরা আদর পেতে আর হাতে বসে না!


তবু্ও.. আমি নিজেকেই নিজে অসাধারণ ভাবি
কবুতরের সামান্য কোপ থেকে অসামান্য আলো
আসে,ওখানে কিছু টিকটিকি তেলাপোকা আছে
ওরা খাঁচায় বন্দি একলা পাখির মতোন আমাকে
ভালোবাসে..!
হ্যাঁ হ্যাঁ... খুউব..  খুউব..  ভালোবাসে!


আমি জানি এই দিন... দিন না
সব পাখি একই সুরে গান গায় না
সব নকশি কাঁথা কাতান শাড়ি না!


শশী ডাক্তার মানুষ
অনেক কিছুই বুঝে..কেবল  কুসুমের প্রেম বুঝে না!!