ইদানিং রাত আর দিনে তালগোল হয়
কেউ আগে এসে পরে যায়
আর কেউ পরে এসে আগে যায়
তবুও সময়ের অগ্রভাগ ঠিক ঠিক লাল হয়!


আমিও কম না মোগল সম্রাট বাবর
অথবা
ডাংগায় ছিপ ফেলে বসে থাকা ধীবর!
কখনো মৃত বৃক্ষ থেকে মাছ ঝরে পড়ে
আর কখনো -----
বাতাস ছাড়াই কলের গাড়ি নড়েচড়ে!


তবুও মাশাল্লাহ মাঝেমাঝে রাত বড় হয়
আবার কখনো বড় হয় কুয়াশার দিন
সবাই জেনে রেখো,
আমিও এক নিরীহ  নিরেট অর্বাচীন.....!!