অনেকদিন পর নিজের কাছেই নিজে জানতে চাইলাম..
কেমন আছো ধীবর?
বড়শিতে মাছধরা শিকারীর মতোন খানিকটা সময়
আমার জলেই চলে গেলো...
কেউ কোনো জবাব দিলো না মনের ভেতর!  
অতঃপর মাছের বদলে মাছরাঙা এলো, বিড়বিড় করে
জবাব দিলো,
দিনের ভেতর রাত যেমন থাকে
রাতের ভেতর দিন যেমন থাকে...আমিও তেমন........!


আমি হাসতে হাসতে কুটি কুটি হতে পারতাম......
জল আর জটিল
ফল আর ফসিল.... এইসব ভাবনারা আমাকে হাসতে
দিলো না৷
কেউ জানে না....
যে কেবল নিজেকে মানুষ ভাবে, অন্যকে ভাবে না;
সেই মানুষ আসলে কতোটা মানুষ?


আজকাল আমিও কম-বেশি ভালোবাসার শহর অথবা নগর
রাস্তাঘাটে, অলিগলিতে চন্দ্রমল্লিকার মতো কারো দেখা
পেলে নিমিষেই হয়ে উঠি লিগ্যাল প্রেমিক প্রবর!
তখন আমি আর প্রকৃত আমি থাকি না
সানগ্লাস না পড়েই  আবার আমি আমাকে দেখি
স্বপ্ন আর স্বর্গ তখন কাকতালীয়ভাবে  মণি কাঞ্চন হয়
তখন একটিবারের জন্যও মনে হয় না
ষোলোবছর ঘরকন্না করা মানুষটিও এতোটা আপন নয়!
তবুও মিছেমিছি ভালো থাকতে চায় এই মাছরাঙা মন
তবুও জলের দিকে চেয়ে জলের সাথে করি আলাপন!!