চলুক..  চলতে থাকুক জানু আর নতজানু নীতি
চলুক...নোঙর করা পাল তোলা জাহাজ প্রীতি
বাজারে বাজতে থাকুক..কোকিলের কণ্ঠে শেখানো যতোসব বাউলা গীতি!


আমরা আম আদমি আছি পোশাক পড়া কবুতর
পোষা সাধ আর সাধ্যের গ্যাড়াকলে বাড়ন্ত ইতর!


তবুও মন্দের ভালো.. অভিধান দিয়েছে শাপে বর
রাত্রিকালীন যে আমার আপনার চেয়েও আপন..কে জানতো রাত্রি পোহালেই সে-ই হবে পরের ওপর পর!


তবুও দর-দাম করি না..ছা-পোষা মধ্যবিত্ত জীবন
আজ যেমন চাষা ভুষা, ভুখা আছি, তেমনি
না হয় চাষা ভুষা আর ভুখাই থাকবো আজীবন...!