যতন আর যাতনা বানানের ফারাক খুব একটা নয়
তেমনি হলো করুণা আর করোনা!
অথচ এভাবেই পাথরগুলো একদিন শিলা হয়
চারাগাছগুলো একদিন বৃহদাকার মহীরুহ হয়
কেবল আ- কার, ও-কার এসবের পার্থক্য ঘুচে না!


কবিতার হাতে শব্দের মায়াজাল আর কতো?
দিনের শেষে রাত্রি আর রাত্রির শেষে দিন -- এটাই
যদি ঘটবে নিয়ত!
আমি আর কিছু ভাবি না ঝর, ঝড়, জড় কিংবা নির্ঝর
কালের লণ্ঠন হাতে কেবল সাক্ষী গোপাল;
তবে কি আর কোনোদিন ঘুচবে না এই করোনার কাল?


তবুও আমি অথবা আমরা সবাই...আসা আর
যাওয়ার মিছিলে অদম্য সৈনিক;; ক্ষমা করো প্রভু
হে, ৫ বার হাজিরা দেওয়ার তৌফিক দাও দৈনিক.।।