আমার একটা নদী আছে সাগরের মতোন
তার চোখে
তার ঠোঁটে
তার মুখে
তার বুকে
ছড়ানো ছিটানো আছে অলৌকিক রতন!


সে কিনা সদ্য সাদা মেঘের মতোন হাসে
কথায় কথায় চুপ, একদম চুপ বলতে ভালোবাসে!


তবুও তার একটা গন্ধ ভরা বাউল মন আছে
সমুদ্রের ঢেউয়ের মতো আমাকে ডাকে কাছে!


তার হৃদয়ে রৌদ্দুরে-মেঘে পাশাপাশি করে খেলা
ওইটুকুতেই আমার পলকের মতো কাটে সারাবেলা!


মাঝেমাঝে পুতুলের মতো আমার অভিমান বাড়ে
তবুও সে চোখের ইশারায় এ হৃদয়ের কড়া নাড়ে!


তার ডাগর ডাগর চোখে
ঘাসেরা বুনো স্বপ্ন আঁকে!


তার বুক থেকে মুখ...... জানি না কতোদুর
হয়ত হবে নীলাকাশ থেকে নীল সমুদ্দুর!!


আমাকে জানি আমি
কতো... যে কম দামি
তবুও পরান দিয়া তার পরান বাঁধিবারে চাই
তবুও বারবার সে মেঘ অধরাই থেকে যায়!!