মেঘ পাহাড়ে চড়বে খোকায়
বৃষ্টি কি আর মানবে ছাতায়
কী যে করবে পায় না ভেবে
এদিক সেদিক হাঁটছে তবে।


একলা খোকা যাবে না সেথা
ফুলপরী, নীলপরী বলছে হেথা
মেঘপরীর মাথায় বুদ্ধি জবর
সে আনতে পারে সবার খবর!


ফুল বাগানে ঘুরছে খোকা একা
পায় হঠাৎ যদি মেঘপরীর দেখা
তখন বুদ্ধি শুদ্ধি করবে ধার
তবেই মেঘ পাহাড়ে পগার পার!


মেঘপরীটা নয় যে এত সোজা
পিঠটা তার একটুখানি খোঁজা
হঠাৎ একটা গোলাপের 'পরে
মেঘপরীটা এসে বসলো ওড়ে!


বলল, এই যে খোকা বীরপ্রতিক
মেঘ পাহাড়ে যাবে তো সঠিক
বলল খোকায়, ফুলিয়ে চিবুক
হুম.. মেঘের দেশে কত না সুখ!
----------------------------