মধ্যরাত্রির কিছু ছেঁড়া অংশ জোড়াতালি দিয়ে
একটি আহত কবিতার বীজ বুনতে চেয়েছিলাম...
কিছুক্ষণ আগে একজন জানালেন, অল ডিলিটেড!


এখন হাত-পা ভেঙে আচানক দাঁড়িয়ে আছি
আমার চারপাশে আছে কেবল মাথাব্যথা আর
খুচরা যন্ত্রাংশের মতো দু'একটি ভালোবাসার কথা!


আমি কিছু বলিনি মিশ্র ভগ্নাংশের মতো অর্ধেক ছল
একবার কসমসের কথা বলতে চেয়েছিলাম
কে জানতো... ওতেও দুর্বাসা মুনির কোপানল!


এই বিকৃতভাষ্য সাগরজল তবুও এতোটুকু কাঁপেনি
আমার তখনও বড়ো রাস্তার মতোন বেহাল দশা
দু'হাতের অঞ্জলি ভরা গীতাঞ্জলির মারণনেশা!


তবুও কবিতা নামের একটি অকবিতার কথা ভাবি
প্রেমহীন জীবনে এ বুঝি এক বিকট চাওয়া...
আর কিছু হোক অথবা না হউক
তবুও চেরাপুঞ্জি থেকে ধার করা কিছু আনকোরা
শব্দাবলি হলো আমার  নগদ পাওয়া....!!
-------------------------------------------