অনেকেই মনে করে থাকেন আমি কন্যারাশির জাতক
কেউ কেউ হাসিমুখে তীর ছুঁড়েন, তুমি একটা ঘাতক, আমি জানি, ওসব জাতক, ঘাতক আসলে কিছুই নয়;
আমি এক মস্তবড় পাতক!


কবিতা যদি প্রেমিকা হয়, তাহলে এসব বিশেষণে...
আমার খুব একটা আপত্তি নেই, আপত্তি থাকার কথাও
নয়; আমি যাকে কোলে-পিঠে করে মানুষ করতে চেয়েছি... সে অবশ্যই কিছু না কিছু আপনার হয়! এই
যেমন লোহা আর চুম্বক আলাদা কিছু নয়!


আসল কথা জীবন একটা জনমানবহীন উজাড় বাড়ি
যার চতুর্দিকে পাহাড়ঘেরা
যে পাহাড়ের উপর স্তরে স্তরে সাজানো-গোছানো গাড়ি
এই মহাদ্বৈরতে যিনি বিজয়ী হবেন; তিনিই কেবল পৌঁছুতে পারবেন আপনার বাড়ি...!


বাকিরা সবাই কাঁচাবাজারের ফেলনা
খেলতে খেলতে ভেঙেচুরে যাওয়া খেলনা!


তবুও আমি মাধ্যমিকের একজন বিশেষ  ছাত্র...
বাবার ত্যাড়া চোখ এড়াতে বইয়ের নিচে মোবাইল লুকিয়ে রেখে জীবনের গেম খেলি অহোরাত্র...!
আমাকে কেউ কন্যারাশির জাতক বলো না..  যদি কিছু
বলতেই হয়, তবে মহাপাতক বলো... মহাপাতক!!