সময় এখন কামরাঙার মতোন চিরবন্ধুর ভূমি
গলদেশে হলদেটে, অন্য কোথাও হলদে-সবুজ
কামুক অশ্বারোহীর কোনো দরজা-জানালা নেই
যে কোনো বয়সেই সে স্রোতের মতোন অবুঝ!


অথচ মুখে মুখে সবাই যতি বখতিয়ারের সৈনিক
সেঞ্চুরি হতে আর কত বাকি লিখে রাখে দৈনিক!


তবুও ঘোড়ার আস্তাবলে নামিক মানুষের বাস
জলেই জন্ম; তবু থেমে নেই কফিনে জলের চাষ!