কে জানে না? সে আমায় ভালোবেসেছিলো.......
তার ভালোবাসা মাঘী পূর্ণিমার ভরা জোছনার
মতো কিশোরী ছিলো
তার ভালোবাসা আষাঢ়ে বৃষ্টির মতো চঞ্চল ছিলো!


তবে কি আমি মোটেই ভালোবাসতে জানি না?
তালপাটালির প্রেমের মতো আমিও মৌসুমী গায়ক?
উড়োমেঘের ছাইয়ের মতো আমিও তেমনি নায়ক?


সে ফিরতে চায়নি.......
এমন কোনো নিষ্ঠুর কবিতা পৃথিবীর কোথাও নেই
তবে কি...... যে ভালোবাসা কিছুই বুঝে না
                                        আমিই সেই!


তবুও সবাই বলে থাকেন সংগোপন
সে ছাড়া আমার আর কে আছে প্রাণের আপন?


তবুও আমি বলতে ছাড়ি না....
নেইআঁকড়ার মতো আমার কোনোও আবেগ নেই
বহতা নদীর মতো অকৃপণ সুর নেই
পাহাড়ি ঝর্ণার মতো সেই চাঞ্চল্যও নেই
দাম দিয়ে ভালোবাসা কেনার মতো মুরদও নেই!!