ইচ্ছে গুলো মাটি চাপা দিতে কে চায়?
তবুও আমি আকাশে প্রতিশোধের গন্ধ শুঁকি
প্রেমহীন জীবন এখন
রোজ রোজ কাঁচাবাজারে যায়
কবিতার নামে দামের পসরা সাজায়!


তবুও আমি আর একা নই
আমার সাত জনমের আয়ু আছে
শব্দের আতর, লোবান, গোলাপ জল আছে
আমার এসব ছিটগ্রস্ত কপালের ভাঁজে
দেখো
আর
বুকের ওড়নায় কবিতা লেখো!


চোরা নগরীর বয়সটাই শুধু বাড়ছে
বৈয়ামের ছিপি এখনো খুলেনি
তবুও কাগজের নৌকা ডাঙায় চলে
মনুষ্যহীন বিমানের মতো কথা বলে!


আজ আমার হাতে কোনো রাত ছিলো না
সবকিছুই ছিলো মেকি
তোমার কথায় একদিন সাগর পুড়েছিলাম
আজকে পেলাম অপ্রাপ্তবয়সী কিছু নেকি.!!