জলও এখন নির্লজ্জ....
মানুষ বোঝে না, মানুষের ঘরবাড়ি চিনে না
এমনকি রান্নার উনুন, শোবার খাট তাও না!
কিছু কিছু মানুষও বেবুঝ জলের মতোন
জবরদখলকারী, ওদেরও আছে শকুনি চোখ
উড়ে এসে জুড়ে বসে মানুষের বাড়ি!


তবুও আশার কিঞ্চিৎ প্রদীপ আছে...
বানভাসিদের চোখের জল আর বুকের বল,
ওরা মরলেও কোনোদিন হারবে না
ওরা যেন হারতে একেবারেই জানে না!


কিছুটা রক্ষা করেছে পয়মন্ত করোনা...!
এখন আর সাক্ষাৎ যমদূত জলের কথা
কেউ ভাবে না; সবাই সবার মতোন আছে,
ইয়া নাফসি.. ইয়া নাফসি জপতে জপতে
যতোদিন বাঁচে...!!