নোলক
জসীম উদ্দীন মুহম্মদ
--------------------------***
পুনশ্চঃ আমি প্রাগৈতিহাসিক কালে ফিরে যেতে চাই
লেংটাবাবারা এখন সবচাইতে ভালো আছেন....
তাঁদের সত্য-মিথ্যার কোনো প্রকার রোগ-বালাই নাই..!


কোনো একজনের
পেছনে জানিয়া বুঝিয়া কবিতাকে লেলাইয়া দিয়াছিলাম
তিনি এখন ডিকশনারি কিনে অপ্রচলিত, দূর্বোধ্য, কঠিন কঠিন
শব্দ রপ্ত করেন
বড় কবিদের বই ঘোটা করে উপমা, অলংকার আপ্ত করেন।


আমি প্রাগৈতিহাসিক আমলের নোলকের কথা ভাবি.....
সেরের উপর শোয়া সের, দেড় সের এবং দুই সেরের কথা ভাবি
যে করেই হউক...
আমাকে কবি হতেই হবে...., আমি সেই কথাও ভাবি!!


পাদটীকাঃ প্রিয় পাঠক, কবিতাটি গুরুচণ্ডালী দোষে দুষ্ট।