গতরাতে আমার কোলে যখন তোমার
মাথা দিয়েছিলে জলাঞ্জলি
শোন, আমি সেই অবাধ্য সময়ের কথা বলি..
তোমার গা থেকে যখন ভেসে আসছিলো
                               সু গ ন্ধি আতর
তখন সেকি তীব্র ঝড় আমার বুকের ভেতর!


কে জানতো...
অদূরেই দাঁড়িয়েছিলো বুঝি বেদনার পরাগ
                তোমার রাগ-আমার বিরাগ
অতঃপর আগন্তুক এক কালবোশেখী ঝড়
নিমিষেই ভেংগে দিলো আমার কাঁচা ঘর!


তোমাকে বলেছিলাম না,
আমি কবিতা লিখি না,আমি কবিতা লিখি;
শব্দের তুলিতে শুধুই তোমার ছবি আঁকি;
সেই তুমি, আসলে নও গো শুধু তুমি
   সকল মানুষই আমার প্রিয়তম মনোভূমি!!