মৈনাক পর্বতের পাদদেশ থেকে নেমে আসা
কিম্ভূতকিমাকার অন্ধকারে বড়সড় হতে থাকে
রাত্রির দীঘল অজৈব ছায়া, কামুক জলে
স্নান সারে রাজহংস-রাজহংসী; ঘাতক জলও
তখন পৌষের পিঠা..
সময়ও তেমনি কখনও তিতা, কখনও মিঠা!


নৈঃশব্দ্যের উর্বর ডানায় পাস্তুরিত হয় নতুন
ভোর, কোকিলের কুহুতানে বাজে বেহালার সুর
পরাজিত হয়েছে সকল আকাল, করোনা কাল;
আবালবৃদ্ধবনিতার মুখে চড়া দামের হাসি
ভালোবাসি ধরনী.. আমি তোমায় ভালোবাসি।


এমনি করেই হোক সমস্ত কালশিটের বোধোদয়
বলিহারি হোক সমস্ত রোগ, শোক-তাপ-ভয়
নতুন পৃথিবী তাকিয়ে দেখুক অবাক সূর্যোদয়!
-------------------------------