সবাই বেদনা লুকাতে চায়, গিলে খেতে চায় ফাগুন
আমি জ্বলন্ত আগুন নদীর কথা ভাবি
আমি উদগীরিত লাভার প্রেমের কথা ভাবি!


দিনান্তে যা-ও কিছু ফাগুন আমার কাছে আসে
তারাও মাতৃগর্ভে থাকা শিশুর মতো
                         একবার কাঁদে, একবার হাসে,
আমি আর জ্যান্ত লম্পট রাতগুলোর কথা ভাবি না!


লক্ষ বছরের পুরনো ফসিলের মতো পড়ে থাকি একা
মাঝেমাঝে বৃষ্টিতে জল বিধৌত করি
                                   প্রাণহীন অববাহিকা,
পত্ররেখা গলে যেটুকুন আলোক ফেরারি হয়
আমি সেই অবাঞ্ছিত আলোয় আমাকে দেখি
আমি বারবার মাড়িয়ে যাই আমার নিজের ছায়া
আমার পেছনে পড়ে থাকে আমার ভৌতিক মায়া!


তবুও আমি কাঁচের গ্লাস ভাংগা সুমহান করবারি
দিনকে রাত করতে পারি
রাতকেও করতে পারি দিন
কেবল ভালোবাসার একখন্ড জমিতে আমি আজও
             রয়ে গেছি অর্বাচীন!!