চাঁছাছোলা সময়ের একটা অনারারি পোস্টমর্টেমের
কথা ভাবতে ভাবতে দেখি...
সে গন্ধর্ব সময়ে সাধারণ মানুষের হাতে হাতে আইন
কেউ কেউ বিদ্রুপ করে বলছেন, ফাইন... ফাইন.......!


অথচ কে জানে না...  
সাধারণ মানুষের হাতে হাতে আইন তুলে নেয়ার এই
প্রবণতা শুভ নয়!
যে অন্যের জন্য গর্ত খুঁড়ে
সেই গর্তে একদিন সে নিজেই পড়ে!


ইদানিং আমার কবিতারা বাস্তবের মুখে চুনকাম করে
করে পরাবাস্তবের ঢেঁকুর তোলে
আমি জানি এও যথার্থ গাছপাথর নয়!
তবুও বন্যার জলে নাকাল পশুপাখিরাও দেখি অবিকল
মানুষের  মতো কথা কয়!


আনাড়ি বন্যার জল শাকসবজির মাথার দাম বাড়িয়েছে ঠিক
কাঁচালংকার ঝাল বাড়িয়েছে তাও ঠিক......  এসবে
আমাদের শীতলক্ষ্যার মতো শীতল মাথা খুব একটা
গরম হয়নি,
কিন্তু যখন দেখি আতংকিত সাধারণ মানুষ রাস্তার বুক বরাবর শেয়াল, কুকুরের মতো পিটিয়ে মানুষ মেরে ফেলছে....
তখন আমরাও ভুমিকম্পের মতো টলে উঠি বৈকি!!