আজ তোমার দিকে.....
আমার অভিযোগের কোনো তীর নেই
ব্যস্ত-সমস্ত সড়কের ধূলিকণার মতো ভালোবাসা ওড়ে
তবে কি আমিও একদিন ছিলাম
               কোনো এক স্বর্ণলতার বাহুডোরে?


অথচ প্রেমহীন জীবনে আমিও ছিলাম মহাপ্রেমিক
আমার আকাশে কতো পাখি উড়েছে
বৃষ্টি ছাড়াই কতো ব্যাঙ ঘ্যাঙ ঘ্যাঙ ডেকেছে
কতো সুরেলা টিকটিকি করেছে টিকটিক
তোমার কসম দিই, আমি তখন বুঝে উঠতে পারিনি
                    কোনটা ঠিক, কোনটা বেঠিক!


অথচ এখন আমি উড়ি, উড়ে নিষ্পাপ ধূলিকণা
কে জানতো, যাপিত জীবন মানেই কালসাপের ফণা!
জলহীন যে নদী ক্ষুধা, তৃষ্ণায় কাতর
যে বৃক্ষের পাতাঝরে, সে-ই কেবল বুঝে মর্মর!