পানামা পেপারস কেলেঙ্কারির কথা কেউ শোনেনি। সারা বিশ্ব শোনেছে।
কে করেছে? কীভাবে করেছে? কেউ জানে না। সবাই জানে।
আরো জানে,
এসব ছোট লোকের কাজ নয়। বড়ো লোকের কাজ আছে।
ছোট লোকেরা করলে জেল জরিমানা, ফাঁসি টাসি হয়।
বড়ো লোকেরা করলে কিছুই হয় না। শিল্প হয়!


আমাদের দেশেও দুর্নীতির ইতিহাস কম না। ভুরিভুরি।  বিশ্বচ্যাম্পিয়ান হওয়ার রেকর্ড ও  আছে।
এক আমলে নয়। সব আমলেই এসব আছে।
তদন্ত কমিটি তদন্তও করে। সময় বাড়ে। টাইমও বাড়ে!
তদন্ত রিপোর্ট জনসমক্ষে কোনোদিন প্রকাশিত হয় না।
কেনো হয় না? সবাই জানে।
রাঘব বোয়ালেরা জড়িত থাকে। তাদের মান ইজ্জত হেফাজত করার দায়িত্ব থাকে।


একবার একটা পাটের ক্ষেত দেখতে গিয়েছলাম। চারা কম আছে।
আগাছা অনেক বেশি আছে।
কিন্তু চারাগুলো বড়ো লোকের পোলা মাইয়ার মতো নাদুসনুদুস আছে।
কিছুদিন পর আবার দেখতে গেলাম। তখন চারাগাছ নেই।
আগাছা গুলো তাদের খেয়ে ফেলেছে!


দুর্নীতির বিরুদ্ধে সমস্ত মানুষ জেগে উঠলে দুর্নীতিবাজরা কোথায় পালাবে?
তাদের অবস্থা চারাগাছের মতো হবে?
কিন্তু সেদিন কি কোনোদিন আসবে..........   আসবে???