আগে পাঠক রাত বিমূর্ত ছিলো..আর
এখন দিনও বিমূর্ত!
তবে নিসর্গ গাছের পাতা ঠিকই নড়ে
যেভাবে অকালবৃদ্ধ মাথা থেকে চুল পড়ে!


আমি স্বর্ণলতিকার কথা ভাবি....
যে একদিন আগাছা ছিলো,
অতঃপর পরগাছা...
আর এখন সে নিজেই প্রকাণ্ড গাছ;
তবে কি আমরাও সভ্যতার নামে করে চলেছি
তেমনি কোনো স্বর্ণলতিকার চাষ?