যে পথে চলে উপর তলা,যে পথে নাই ছোট ছোট ঘাসের দলা
সে পথে চলেছ হয়ে চন্দ্র -তারা; সে পথ শুনে রাখো কাঁটা ভরা !
সে পথে লক করা আলোর সভা
সে পথে কাঁদায় ক্ষণিক প্রভা
তবু আমি, এতো কী কম দামি !
চোখ তুলে তাকাও একবার; দেখো আমি বার বার
এক হাতে মাটি, আরেক হাতে দুর্জয় ঘাঁটি !
দেখে নিও ও মেয়ের ইতিবৃত্ত
আমিও দেখে নেব কোথা যায় দুর্বৃত্ত !