বাঁশের চাটাইয়ে শুয়ে শুয়ে আধ মরা পিঠ
খরতাপ বিদগ্ধ মাটির মত ফালা ফালা
কখনও কিঞ্চিৎ জল নিয়ে জল কন্যা, তৃষ্ণার আগার আরও বড় হয়
কপালের বলি রেখায় উল্কার দাগা
স্বপ্ন গুলো খসে খসে পড়ে; ক্রোধ, ঘৃণা, লজ্জার ঘোমটার আড়ালে
বাঁ পায়ের গোড়ালিতে বিদ্ধ বুলেটের ক্ষত
এখনও সদ্য ফোঁটা ফুলের মত তরতাজা
আর মনের গ্র্যান্ড ক্যানিয়ন শত তালির ভেজা শার্টের মত ভ্যাবচাকা
নিতুই ভাবি, হে মাটি দ্বিধা হও
স্বপ্নের জলছবি আঁতুড় ঘরে মা মরা দুহিতার মত
তুফান কান্নার বীভৎস সুর লাশের গায়ে আঁচড়ে পড়ে
অথচ কথা ছিল, কত কথা-----
একটু স্বাধীন নিঃশ্বাস নেব
কচি খুকির তুলতুলে কপালে সূর্যের টিপ দেব
রাঙা ভাবীকে সবুজ শাড়ীতে মুড়িয়ে দেব
যেমন ইচ্ছে কবিতা লিখব
আউলা কেশী স্বর্ণলতার ছবি আঁকব
এখন বেতারের মুখে আমার কর্ণ কুহর
বিজয় সন্দেশের প্রতীক্ষায়, আহত ব্যাঘ্রের মিছে হুংকার
সাগর বক্ষে জল পতনের শব্দ গুণে !