উঠতি বয়সের ছেলেছোকরার মতো উঠতি বসন্তও
এখন পার্কে, রেস্তোরাঁয়, স্কুলের সামনে, রাস্তার মোড়ে
মোড়ে ফুল হাতে দাঁড়িয়ে থাকে,
সবাই সে ফুল বোটা ছিঁড়ে করায়ত্ত্ব করতে চায়
সারাগায়ে সৌরভ মেখে কেউ নদী পার হতে চায় না!


ওপারে যুদ্ধের অনবরত ঝনঝন শুনে আমার নিজেকেও যুদ্ধাপরাধী মনে হয়
দাবানল জ্বালানো সহজ, নেভানো এতো সহজ নয়!
তবুও কানের লতি ঘেঁষে ফাইটার জেট ফ্যালকন ওড়ে
যায়
এফ সিক্সটিনও বসে থাকে না;
এরপর কে জানে না লিটলবয় এখন আর লিটল নয়
সেও করে ফেলতে চাইতে পারে উড়ন্ত সূচনা........
আমি চাই ঘর পোড়ানোর আগেই পোড়ামনে আসুক
অনুশোচনা......!!


সবাই জানে কবিতা কোনো অংশে যুদ্ধের চেয়ে কম নয়
তবুও পড়তি বাজারদরে কবিতার যেমন কোনো মূল্য নেই
আমার মতো অখ্যাত অভাজন সেও চায়....
কবিতার মতো যুদ্ধের আজকের বাজারমূল্যও হোক সেই!!