মহাকালের কাছে জিজ্ঞেস করেছিলাম,
কোথায়------ ছিলাম আমি ?
কী ছিল আমার অস্তিত্ব ?
অসীমের কোন এক রাজকাননের ফুল,
নাকি আমার মায়ের কানের দুল !
কল্পতরুর আলপনায়
নাকি আমার বাবার কল্পনায় !


কোথায়---- ছিলাম আমি ?
মহাসাগরের অতলান্তে
নীল জলের রোদেলা তরঙ্গে
হিম শৈলের অট্টালিকায়
নাকি গিরি কন্যা ঝর্ণা ধারায় !


কোথায় --- ছিলাম আমি ?
মরুর বুকে দুরন্ত সাইমুম
সর্বস্ব হরণকারী তস্কর
আকাশের বুকে কঠিন বজ্র
নাকি সাগরের তীব্র হারিকেন !


কোথায়---- ছিলাম আমি ?
অনন্ত নক্ষত্র বীথিকায়
ছায়াপথ, গ্যালাক্সি, আদমসুরত
ধ্রুবতারা, শুকতারা, প্লুটো
নাকি ভলকান, প্রক্সিমা সেন্টারাই!


কোথায়---- ছিলাম আমি ?
এ মাটির সুধা গন্ধে
রঙধনুর প্রিজম ভ্যানে
তানপুরাটার তার গুলায়
নাকি
দোয়েল-শ্যামার মিষ্টি গলায়!