রাত্রি এখন দ্বিপ্রহর
আঁধার যামিনী এখনও অনেক বাকি আর আমি
স্বপ্নাতুর কামিনী
ভোরের নৈবেদ্য দু হাতের মুঠোয় করে জেগে আছি !
হঠাত মহাকাশের গর্ভ থেকে খসে পড়ে ধুমকেতু
নস্টালজিয়া মন খুলে বসে ডায়রির পাতা
খুঁটে খুঁটে দেখে সুখের পায়রার তুলির আঁচড়
কখন জাগবে ভোর ?
কখন আসবে মন চোর ?
আমি জেগে আছি, জেগে আছে কিছু নিরব নিশাচর
নক্ষত্র বীথিকা, রাতে ফোঁটা শিউলী
ঐ শোনা যায় দূরের কোন কাশবনে শেয়ালের হাঁক
মাঝে মাঝে এক সাথে ডেকে উঠে কিছু ঝি ঝি
তাতে কি ? হৃদয়ের উত্তাপ শুধু বাড়ে !
এতো টুকুও যন্ত্রণা প্রশমিত হয় না ।
যেখানে ফসলের মাঠ ইঁদুরে কুট কুট করে কাটে
রাজপথ কাঁদে একাকীত্বের ঘূর্ণিপাকে
হঠাত ধেয়ে আসে লু হাওয়া, অন্ধকারের জমাট স্তূপ
আমার বমি আসে !
মুখ ভরে বমি আসে !
পাকস্থলী ছিঁড়ে বেরিয়ে আসতে চায় সকল পরিতাপ
যদিচ ভোর আসে !