অথৈ মহাসাগরের কেন্দ্র থেকে নিক্ষিপ্ত এক বিন্দু জল আমি
হাসতে হাসতে কাঁদতে কাঁদতে বয়ে চলেছি
যাযাবর সময়, কত খাল, কত বিল, কত নদী অববাহিকা
আমার পদ ভারে বিক্ষিপ্ত বালুকা বেলা ।
আমার জন্মের উৎসের সন্ধানে এ নিয়ত চলার শেষ কোথায় ?
চাঁদ থেকে বিচ্ছুরিত আলোর শেষ ঠিকানা যেমন কারো জানা নেই
আমারও তেমনি; আমি শুধু জানি
তুমি আমি একদিন কোন এক কক্ষ পথে, কোন এক সাগর মহাসাগরের
মিলিত স্রোত ধারায় মিলে মিশে একাকার হয়ে যাব ।
তখন ঊর্মি মালার গলা ধরে নাচতে নাচতে আমি হারিয়ে যাব
তোমার গভীর তলদেশে ।
মহাসিন্ধুতে এক বিন্দুর মহামিলন মেলা !
তোমাতে হারিয়ে যাওয়ার এ মহা ক্ষণ,
শত কোটি সহস্রাব্দের বেদনা বিধুর পাণ্ডুর মহা কালের চেয়েও মধুর !