এই ভাঙা পথে, এই পচা শামুক আর আমার
বেলে দোআঁশ পা; এক সাথে কথা বলে উঠে একে অপরের মুখে!
কেউ কারো চেয়ে কম নয় কোন অংশে
সে ভগ্নাংশ হোক
অথবা পূর্ণ সংখ্যা
যখন ঝিনুক চোখ মেলে দিব্যি দেখি
কত খাদ্য অখাদ্য হয়
আবার
কত অখাদ্য খাদ্য
গরু মরে না তো, শুকুনের পালে লাগে হাওয়া!
তখন গোগ্রাসে জলাঞ্জলি দেই শত জনমের সকল চাওয়া!
তাই বলে থেমে না বেহায়া স্রোত, শুকুনির ব্যবচ্ছেদ
দর্শক বিহীন নাট্য মঞ্চে পাকা অভিনেতা এক,
কেউ বলার নেই
কেউ দেখার নেই
তবু ফুরায় না এক ভোজন সময়, জীবনের সব লেনদেন!