এই ভাঙ্গা রাস্তার ধারে ফেলে দেয়া আবর্জনার অলি গলিতে
ঝিনুক খোঁজে বেড়ায় কিছু লা ওয়ারিশ কুকুর
পলকে পলকে চোখের তারায় চিকচিক করে মুক্তোর গোটা গোটা দানা
ওরা বুদ্ধিমান খেঁক শিয়ালের উত্তরসূরি
আর ত্রিভুবনের অবশিষ্ট সবাই গো বেচারা,
বুদ্ধির ঢেঁকি!
তাল তলা
বেল তলা
আর জুতোর তলা
সব, সব, সব তলাই ওদের নখদর্পণে!    
কেউ দেখুক
অথবা
নাই দেখুক
এক চক্ষু কাকের মত ওরা সব দেখে
সব জানে
সব বুঝে!
আলো আর আঁধারে কোন ইতর-বিশেষ নেই,
সর্বত্র সব্যসাচী!