এই এক একাদশী চাঁদের প্রায় অন্ধকার আলোতে
রোজই খোঁজে ফিরি তোমার নরম গতর,
যেমন মৃত সাগরে ছিপ ফেলে বসে থাকে জেলে
আমিও তেমনি
এক আকাশ বুক মেলে রাখি,  
তোমার আঙুলের লাঙলে যদি প্রাণ ফিরে পায়
আমার উষর ভুমি
যদি দু চোখে নামে বাঁধ ভাঙা শ্রাবণের প্রস্রবণ!
ঝিঝি ডাকা রাত বয়ে যায়
অন্ধকারও এক সময় ঘুমায়
শুধু
আমি কাঠের পুতুলের মত চেয়ে থাকি
তোমার অপেক্ষায়!
পাথর বুক
নির্ঘুম ক্লান্তিহীন চোখ
শত কামনার, শত বাসনার চেরাপুঞ্জি!
অতঃপর
এক পাতক সময়ে জেগে উঠে বিষণ্ণ ভোর
জেগে উঠে একাকীত্বের কারাগার,
নির্লিপ্ত প্রহর
নিজেকে মনে হয় কোনো এক সুতো কাটা ঘুড়ি
এক বন্ধ্যা জংগল!!