মেঘ বালকের অবিরত রোদনে কালাপাহাড় যদিও গলে
তোমার হৃদয়ের বরফ তবু গলে না, এই শ্রাবণ দিনের
ভরা বাদলে বরষার আকাল তবু ফুরায় না
সারাদিনের ঝরঝর আর হিমেল বাতাস এই হৃদয়ের উত্তাপ
এতোটুকু কমায় না।
মেঘ পরী চলে গেছে না ফেরার দেশে
হয়ত
আবার আসবে ফিরে ধান শালিকের বেশে
আবার হাসবে কৃষ্ণচূড়া
আবার ফুটবে জুঁই;
শুধু একলা তুমি আর আসবে না
আর ভালোবাসবে না  
আর লিখবে না
ছড়া
গল্প
কবিতা
শুভ্র চাদরের জমিনের ভিতর যখন তুমি নিজেই কবিতা !