স্বর্ণলতা ভাবে আর মনে মনে পুলক অনুভবে,
ঢাল নেই
তলোয়ার নেই
তবু আমি নিধিরাম সর্দার
অপরের মাথার বেল পরের মাথায় ভাঙি
আর পরের মাথার তেল অপরের মাথায় দেই
শেকড় নেই
কাণ্ড নেই
হাত নেই, পা নেই, নাক নেই, মুখ নেই
তাও --- !
আমার উর্বর মস্তিষ্ক সারাদিন চাষ করে
অপরের উর্বর ভুমি,
আলো আঁধারে ধরি মাছ না ছুঁই পানি!
এই ভেবে ভেবে
ক্ষণে ক্ষণে তুলে এক দলা উষ্ণ নিঃশ্বাস!
---
স্বর্ণলতা
মানুষ
পশু আর পরগাছা বোধ
২১ ক্যারেট দলিত সোনার খাদ
শান বাঁধানো রাজকীয় ডাস্টবিন
এক আঁজলা বিষাক্ত স্বচ্ছ জল
আর ফরমালিন মন
মেজাজ
আর্সেনিক ফল !
---
তবু
যদি জাগে! জেগে ঘুমানো ভোরের পাখি
রাতভর যদি করে ডাকাডাকি
প্রায় অন্ধ চেতনা
হয়ত
চেতনে
নয়তো
অবচেতনে!
তবু
ফুটে উঠুক কামিনী ফুলের মত
বানভাসি আশ্রয় কেন্দ্রের মত
এ মাটির
সিটু ফাইলিং বোধ !!