কবিতারা এখন ভয়ে ভয়ে  
ফুটো বেলুনের ভিতর
কোনো রকমে মাথা গুঁজে পড়ে আছে,
যমদূতের ভয়
প্রতিবেশীর বখাটে ছেলের ভয়
চাকুরিতে কলিগের ভয়
ক্লাসে সহপাঠীর ভয়
টিচারের কামুক চোখের ভয়
আর
ডাক্তারের নরম  হাতের ভয় !!


এভাবেই কবিতাদের
দিন
মাস
বছর  
হয় অপচয় !
জানে না সে
অথবা
জানে না
আর কেউ
কে শোনাবে
কবে শোনাবে
মুক্তি নামক
ভাটিয়ালির   নামতা --- ?