এই অপয়া সময়ের হাত ধরেই ঘুমুতে যাই হররোজ
কেবল মনে হয়
এই বুঝি সব শেষ
আমার প্রিয় পৃথিবীর অবাক ভালোবাসা!
এখনই বুঝি মাথার উপর নেমে আসবে যমদূতের দোসর
আর মুহূর্তেই উড়ে যাবে প্রিয়তম মাথার খুলি
আকণ্ঠ তৃষ্ণায় এইভাবে লিখে রেখে যাই
আমার রোজ নামচা ---
যদি ইতিহাস দেখে
হেরোডটাস যদি ফিরে আসে
এই বধ্যভুমিতে
যেখানে একটি শতবর্ষী বৃক্ষের
কাণ্ড, ফুল, ফল, লতা-পাতা
সব, সব, সব এক সাথে -----
কবির কী সাধ্য আছে এই মহাকাব্য লিখে!
চোখের সামনে বুকের পাঁজর চিল শকুনে কুঁড়ে কুঁড়ে খায়
বার বার ফিরে ফিরে আসে ক্রুসেড
কেউ দেখে না
ইতিহাস লেখে না
অবাক পৃথিবী তুমি
অবাক তোমার ভালোবাসা
জন্ম তব দিয়েছিলে যদি মাথা গোঁজার ঠায় টুকু কেন দিলে না!
দিলে না এক দণ্ড প্রশান্তির চুম
চতুর্দশী রাতে জোনাক বাতির ঘুম  
লাওয়ারিশ কুকুর বিড়াল তারাও তো বেশ আছে
শুধু আমি নেই
কেহ নেই
নেই ------- !!