একদা মহাশূন্যের
উজ্জ্বল নক্ষত্র রাজি
শান্তি, প্রেম আর সাম্যের গীতিকুঞ্জ
অনিরুদ্ধ
অনির্বাণ
এক মহাআলোকবর্তিকা  
আজ সেন্ট হেলেনায় নির্বাসিত বাতিঘর
ক্ষয়িষ্ণু,ম্রিয়মাণ প্রায় লুপ্ত চেতনা!


যে খুশিতে নাচত ঘাস ফড়িং
যে খুশিতে বাক বাকুম চাঁদ
যে খুশিতে হাসত আঁধার রাত
অথচ
আজ সেই খুশিতে
হাত পা বাঁধা বাঘিনীর মত
দু চোখে নেমে আসে অঝোর শ্রাবণ
আর
অপেক্ষার পর অপেক্ষাতেও আসে না একটি সুপ্রভাত!


যক্ষ প্রিয়ার মত সে ভুলে গেছে সব
ভুলে গেছে ইতিহাস
ভুলে গেছে কর্ডভা
ভুলে গেছে গ্রানাডা
সবচেয়ে বড় কথা ভুলে গেছে নিজেকে
বিস্মৃতির কোন অকাল এক কৃষ্ণ গহ্বরে হারিয়ে গেছে
তারেক, টিপু সুলতান!


সেদিন
অমাবস্যার পরদিন
নতুন করে জন্ম নিয়েছিল হেলাল
ভেবেছিলাম
এই বুঝি জন্ম নিল সালাহ উদ্দিন, তিতুমীর
কিন্তু কোথায়-----?
আবারও সেই কালরাত
আবারও সেই বিভীষিকা
আবারও সেই গগন বিদারী আর্তনাদ!


ঘুমন্ত শিশুর মৃতলাশ
এফ সিক্সটিন
ট্যাংক, মেশিনগান
সব, সব, সব এক সাথে গর্জে উঠে
ম্যাসাকার হয় রাস্তার পাশে শত বছর দাঁড়িয়ে থাকা অশ্বথ সেও
কেউ দেখে না
কেউ শুনে না!!