বড় অসময়ে জেগে উঠেছে কামিনী বোধ  
--------------------
যখন
শ্বেতকণিকা, লোহিতকণিকা একাকার হয়ে ভিজিয়ে দিয়েছে
সাদা খড়ে মাটি
পাদপের সবুজ পাতা
বেয়াদব বেহায়া ব্যাঙের ছাতা!


যখন
একটি তিতাস
একটি রক্ত গঙ্গা
গেরুয়া রাজপথ সেও
পালিয়ে বাঁচতে পারেনি!


যখন
অসংখ্য গণ কবরে শুয়ে আছে বিপন্ন মানবতা
হিরণ্ময় নিস্তব্দতা
হাত হারা, পা হারা, চোখ হারা
এক একটি জীবন্ত শব!


যখন
অহর্নিশ ছায়া ফেলে
কাল কেউটের ভূতুড়ে ছায়া
নিজেকেই মনে হয় সদ্য অচেনা
কোন এক ভয়ংকর দুঃস্বপ্ন!
-----------------------
তখন
বড় অসময়ে জেগে উঠেছে কামিনী বোধ!!