সেদিন দিনের আগেই রাত এসেছিল
একটানা ডেকে ছিল কিছু ক্যাঙ্গারু শিয়াল
ক্ষণ ভঙ্গুর অলীক রাজপথে
১ নং খাঁটি মঙ্গল কাব্যে, হরষিত ঝিনুক
মেঘলা রোদে
আমি বসেছিলাম কান পাকা বাঁদরের মত
পিছু ডাকছিল
আম কুড়ানো তাল পাকা অতীত
ফিরে তাকানোর ফুরসত পাইনি
এখন
আমায় এভরি ডে ডাকতে আসে  
দশ তলা আকাশ
ইট পাথরের কংক্রিট
একই ছাদের নিচে পরবাসী অতিশায়িত বোধ
পরগাছা কৃত্রিম বৃস্টি
নাগর দোলা
বানর ঝোলা
গতকাল নেই
আজ আছি
আগামী কাল থাকব, উর্বশী বাহু ডোর
টাকশাল বালিশ
গঞ্জিকা সুবাস
হৃদয় মন্দিরে রোজতাই ডাক দিয়ে যায়
কান কাটা ভোর!!