আজ এই চাঁদ বেলা
এখনও
জেগে আছে কালপুরুষ, দু’চোখের পাতা এক করেনি
পিথাগোরাস
নির্বোধ উপপাদ্য সেও
পাশের কোনও এক মধ্য তালপুকুরে গীতাঞ্জলি গাইছে রবি
আর
তোমার আসার আঁশে এখনও যে ঘুমাইনি বালক মেঘ
কিছুক্ষণ আগে এসেছিল পিকাসো
মহামতি লিওনার্দো সেও
এই এক ছোবল সময়ে ফিরে গেছে তাঁরা  
পায়নি কোন কাংখিত প্লট  
এক কাঠা
দুই কাঠা
কোনটাই না
ফিরে যেতে যেতে পিছু ফিরে ছিল বার কয়েক
আমি উদাস বাউলের মত তাকিয়ে ছিলাম শুধু
বলতে পারিনি কোন পাদটীকা
এ তোমার কেমন তরো মতিভ্রম কংকনা ---
দেখো এখনও আমি পথ ভোলা মজনু
এখনও দু’হাতেই তোমার টোটেম আঁকা
দিবা নেই
নিশি নেই
সেই আগের মতই হংস মিথুন চেয়ে থাকা !!