এই তো সেদিন এক প্রাণহীন সময়ে
এক দণ্ড ঘুমের আশায় দু’চোখের পাতা
এক করেছি মাত্র
হঠাত বলা নেই, কওয়া নেই
এক যন্ত্র দানব উঠে গেল আরেক যন্ত্র মানবের উপর  
আমার ভাঙা ভাঙা বুক নিমিষেই রঞ্জিত হল
তাজা রুধিরে
আলতা বধূ
মুকুট বর
আর
সহযাত্রী আবালবৃদ্ধবনিতার আহাজারিতে জেগে উঠল
কুম্ভকর্ণ রাত
আমি তাল গাছের মত দাঁড়িয়ে নিশ্চুপ দেখে গেলাম সব
সাক্ষী ছিল কিছু যাযাবর মেঘ
মহাকালের নিরবতা
মনের কষ্টে ভেঙে গেল মন
আর
সেই সাথে  
বিসর্জন দিলাম শত জনমের চন্দ্রচোরা ঘুম
তবুও যদি
বাঁচাতে পারতাম  
এই অকালে ঝরে যাওয়া প্রাণের মিছিল!!