এক ব্যাকরণ সময়ে কেটে যায় বাসন্তী রাত
জেগে উঠেনি নিছক কামনা বিলাস
এত দিনের নিবিড় পরিচর্যার বাগানে
মরাকটাল সূত্র
তেলেসমাতি রগরগে ভালোবাসা
মাকড়সার জালে আটকাতে পারিনি  
এই সাধের বৃন্দাবন  
দুর্লভ এই রাত
এক চিবুক তিল
বেশুমার কামিনী প্রবালিকা
ধীরে ধীরে থেমে যায় জল কণা
অভিশপ্ত
নিষ্পাপ ব্যাক গিয়ার!

তবু রুপালি জোসনা সময় যদি কখনও ডাকে
যদি মনে পড়ে এই মন
কামনার শতরঞ্জি
যদি ময়ূরের মত আবার মেলে পেখম
যদি ঘাস ফড়িং দিয়ে যায়
তোমার চাঁদ কপালে সূর্যের লাল টিপ
যদি কোনো বিরহী গিরি শৃঙ্গ খাদে
দু’হাত ধরে টেনে ----
যদি ভেঙে যায় টুনটুনি অভিমান
তবে
না হয় ডেকো
আমি শিশির বিন্দু জলে ভিজতে ভিজতে
বুনো হাঁসের মত তাকিয়ে আছি
নব বসন্তের দিকে --- !!